হ্যাকিং কি? কিভাবে হ্যাকিং করে আর কেনই বা করে জানুন আজকের টপিকে।
May 06, 2023
0
হ্যাকিং হলো যেকোনো সিস্টেম থেকে ডাটা চুরি করা।
সাধারণত আমরা মনে করি কারো ফেসবুক আইডি জিমেইল আইডি এগুলোর পাসওয়ার্ড এক্সেস নেওয়া,
হ্যাঁ এগুলো হ্যাকিং এর আওতায় পড়ে তবে আমাদের মনে রাখতে হবে কোন সাইট অথবা প্রোফাইল কিংবা পার্সোনাল ডাটা এর এক্সেস নিতে হলে আমাদের অবশ্যই অনেকগুলো ট্রিক ব্যবহার করতে হবে।
হ্যাকিং অনেকভাবেই করা যায় যেমন ধরুন ফিশিং সাইট ব্যবহার করে ফিশিং সাইড হল হুবহু ফেসবুক অথবা ইমেইল অথবা অন্য কোন সাইডের সেম টু সেম লগইন পেজের মত এই পেজগুলো তৈরি করতে অনেকগুলো কোডিং শিখতে হয় তার মধ্যে ধরুন পিএইচপি ,এইচটিএমএল ,সিএসএস ,জাভা স্ক্রিপ্ট সহ অনেক ধরনের প্রোগ্রামিং আছে এগুলোকে কন্ট্রোল করতে পারলেই ফিশিং সাইট তৈরি করা সম্ভব আর ফিশিং সাইট তৈরি করতে পারলে আপনি অনায়াসে যে কারো ফেসবুক অথবা অন্যান্য আদার্স একাউন্টের এক্সেস নিতে পারবেন এই এক্সেস নেওয়াকেই হ্যাকিং বলে হ্যাকিংয়ের আরো অনেক ধাপ আছে সেগুলো পরবর্তী পোস্টে লিখব ইনশাল্লাহ